প্রকাশিত: Sat, Dec 2, 2023 4:45 PM আপডেট: Sat, Dec 6, 2025 5:59 PM
বিএনপির রাজনৈতিক সফলতা হচ্ছে বাস ও ট্রেনে আগুন দেওয়া: হানিফ
ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: [২] বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির রাজনৈতিক সফলতা হচ্ছে বাস ও ট্রেনে আগুন দেওয়া। এইটা একটা সন্ত্রাসী কর্মকান্ড। চোরা গুপ্তা দুয়েকটি জায়গায় বোমা ফাটিয়ে ও বাসে আগুন দিয়ে নির্বাচন বানচাল করতে তারা এ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে । এতে কোনো কিছু অর্জন করা যায় না। ক্রমান্নয়ে বিএনপির প্রতি মানুষের ঘৃণা বাড়ছে। [৩] শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ। [৪] এ সময় মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতেও জনগণবিরোধী কাজ করেছিল, হাওয়া ভবন বানিয়ে লুটপাট-দুর্নীতি ও সন্ত্রাসী করে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছিল। বিদেশি জঙ্গিদের অস্ত্র সরবারহ করেছিল, তাদেরকে আশ্রয় দিয়েছিল। যার কারণে বাংলাদেশটা পৃথিবীর কাছে দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছিল। জনগণ এই সমস্ত অপকর্মের কারনে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ২০০৮ সালের নির্বাচনে জনগণ তাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছিল। [৫] বিএনপি নেতাদের সমালোচনা করে হানিফ বলেন, ‘বিএনপির মূল নেতৃত্বই তো লোভী, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত। যে দলের শীর্ষ নেতারাই বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়, সেই দলের নেতাদের সম্পর্কে এ রকম যদি কেউ ভাবে, এটা অস্বাভাবিক কিছু না। ক্ষমতায় থাকতে তারা জঙ্গীবাদে মদদ দিয়েছে। আর ক্ষমতার বাইরে এসে করছে সন্ত্রাসী কর্মকাণ্ড। নির্বাচন বানচাল করতে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। [৬] এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।